ছাতক ও দোয়ারায় বজ্রপাতে ২জনের মৃত্যু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে আমির আলী (৪৫) নামে একজন মারা গেছেন। ১৫ জুন বৃহস্পতিবার সকালে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন।সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, পেশায় কৃষক আমির আলী নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর পুত্র। বজ্রপাতে আহত হবার পর তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য হাজী সাদিক মিয়া বজ্রপাতে আমির আলীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে এদিকে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঠেলাজাল দিয়ে মাছ ধরার জন্য এরুয়াখাই গ্রামের কচুবিলে যায়। মাছ ধরা অবস্থায় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর এর সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like