ছাতক থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে থানা প্রাঙ্গণ থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্ট্রর মোস্তফা আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সেলিম, ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক সৈয়দ আহমদ।

বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট পিযুষ ভট্রাচার্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আমির আলী বাদশাহ ও মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান কদর মিয়া, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন ছাতকের ইনচার্জ মাওলানা জসিম উদ্দিন, ইউপি সদস্যা রোকসানা বেগম। এ সময় ছাতক থানার (ওসি) তদন্ত আরিফুল আলম, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্লাহ ভূইয়া, ছাতক থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার, আসাদুজ্জামান রাসেল, মোশারফ হোসেন, শামছুল আরেফিন, শাহিন মিয়া, গোলাম মুর্শেদ ফাত্তাহ, নাজমুল হোসেন, মখলিছুর রহমান, মাসুদ রানা, লুৎফুর রহমান ও আসাদুজ্জামান বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, কমিউনিটি পুলিশিং অপরাধ দমনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

You might also like