ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম আবারো পুরস্কৃত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) আবারো পুরষ্কৃত হয়েছেন। পুলিশ সপ্তাহ ২০২২ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “চড়ষরপব ঋড়ৎপব ঊীবসঢ়ষধৎু এড়ড়ফ ঝবৎারপব ইধফমব “আইজিপি ব্যাজ“ পদক প্রদান করা হয়।জান যায়, একাধিক চাঞ্চল্যকর ক্লু-লেছ খুনসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে, ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করায় এবং আইন শৃংঙ্খলায় বিশেষ অবদান রাখায় বীরত্বপূর্ন প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ “আইজিপি ব্যাজ“ পদক প্রদান করা হয়।
এর আগে ২০১৯ সালে চাঞ্চল্যকর একাধিক ক্লু-লেছ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যায় জড়িত আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার, মাদকসহ একাধিক অস্ত্র উদ্ধার করায় ও আইনশৃঙ্খলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌকস পুলিশ অফিসার এসআই হাবিবুর রহমান কে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম- সাহসীকতা পদক প্রদান করেন।এ ছাড়াও ভালোকাজের স্বীকৃতি স্বরূপ একাধিকবার সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়ে পদক লাভ ও একাধিকবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার হিসাবে পুরস্কৃত হন এসআই হাবিবুর রহমান পিপিএম।
তাছাড়া আইন শৃংঙ্খলায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা একে ফজলুল হক পদক, ইউনাইটেড নেনসন ডি পিচ এওয়ার্ড লাভ করেন তিনি।এ বিষয়ে এসআই হাবিবুর রহমান (পিপিএম) সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সাফল্যেও ধারাবাহিতা বজায় রাখতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।