ছাতক পৌর মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ অভিযোগটি দায়ের করেন একই পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩। ওই দিনই অভিযোগটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।অভিযোগ সুত্রে জানা যায়,গত (২২ আগস্ট) ছাতক পৌর ভবনে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই কাউন্সিলরকে মেয়র তার অফিসে বসতে বলেন।অন্য সকল কাউন্সিলরদের বিদায় দিয়ে ওই কাউন্সিলরের শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে তার শ্লীলতাহানি করেন। পরে মেয়রের কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান তিনি। এ নিয়ে পৌর ভবনে হট্টগোলের সৃষ্টি হয়।

এ ছাড়া গত পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই মেয়র আবুল কালাম চৌধুরী বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিতেন।যার ফলে প্রায়সময় পৌরসভার বৈঠকে শুধুমাত্র হাজিরা খাতায় দস্তখত দিয়েই ওই কাউন্সিলর চলে আসতেন। যে কারণে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়।এ ব্যাপারে ওই নারী কাউন্সিলর মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি রিসিব না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে জানতে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অটো: স্ট্যান্ড থেকে চাঁদাবাজির একটি অভিযোগ এসেছে ওই নারী কাউন্সিলর বিরুদ্ধে। আমরা মিটিং করে একটি সিন্ধান্ত নিয়েছি। চাঁদাবাজি ঢাকতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছেন।

You might also like