ছাতক ভূমি অফিসে ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় তদন্ত শুরু

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ঘুষ ক্যালেঙ্কারীর ভিডিও প্রকাশের ঘটনায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এডিএম রুহুল আমীনকে তাৎক্ষনিক বরখাস্ত করা হয়। এ ঘটনায় জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. সাইফুল ইসলামকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থল সরজমিন পরিদর্শন ও তদন্ত কার্যক্রম শুরু করেন সুনামগঞ্জ জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. সাইফুল ইসলাম। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সার্ভেয়ার এডিএম রুহুল আমীনকে শোকজ করা করা হয় এবং পরবর্তীতে বরখাস্ত করা হয়। সার্ভেয়ার কর্তৃক ঘুষ গ্রহণের প্রকাশিত ভিডিও চিত্র ও তথ্য অনুযায়ী জাতীয় ও স্থানীয় দৈনিক একাধিক পত্রিকায় এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে জেলা জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ব্রাক্ষনঝুলিয়া গ্রামের আজিজুর রহমানের ব্রাক্ষনঝুলিয়া মৌজায় ০.১৮ শতক ভূমি গ্রামের একটি পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ কারণে ওই ভূমি নিয়ে একই গ্রামের ইছবর আলীর পুত্র সিরাজ উদ্দিন গংদের বিরুদ্ধে আদালতে বিবিধ মামলা (নং-৩৭১/২১) দায়ের করেন প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী জহুরা বেগম। এ মামলার প্রেক্ষিতে গত ২৭ জুলাই সুনামগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ৯০৩ নং স্মারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার (ভূমি)’র কাছে নির্দেশ আসে। পরে সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এডিএম রুহুল আমিন। অভিযোগ উঠেছে, টাকা না দিলে প্রতিবেদন তার বিপক্ষে দেবেন এমন ভয়-ভিতি দেখান এডিএম রুহুল আমীন। পরে বাধ্য হয়ে সার্ভেয়ারকে তিন দফায় দাবীকৃত ২৫ হাজার টাকা দেন ওই ভূক্তভোগি নারী।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি বিষয়টি তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন জানান, সার্ভেয়ার এডিএম রুহুল আমীনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।

You might also like