ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আনন্দ শোভাযাত্রা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। এ উপলক্ষে ৪ জানুয়ারি বুধবার দুপুরে নগরির রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, নগর ছাত্রলীগ সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও নগরির নাঈম আহমদ নেতৃত্বে দেন।এ সময় জেলা ও নগর ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ফজলুল হক মুসলিম হল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। মাত্র ১৪ জন তরুণ নিয়ে গঠিত প্রথম ছাত্রলীগ। এ কমিটির আহ্বায়ক ছিলেন রাজশাহীর নাঈমউদ্দীন আহমদ। নানা ইতিহাসের অংশ হয়ে পরবর্তীতে পরিচিতি পায় বাংলাদেশ ছাত্রলীগ হিসেবে।ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, শিক্ষা আন্দোলন থেকে স্বৈরাচারী বিরোধী আন্দোলনসহ সকল লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উপমহাদেশের প্রাচীন এ ছাত্র সংগঠন। অর্জনের পাশাপাশি বিতর্কও সঙ্গী হয়েছে অনেক সময়। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। সম্প্রতি গঠিত নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশাও বেড়েছে সংগঠনের নেতা-কর্মীদের। ৪ জানুয়ারি সবকিছুই বিবেচনায় নিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে রাঙাতে ব্যাপক কর্মসুচি পালন করছে ছাত্রলীগ।

You might also like