জগন্নাথপুর আওয়ামী লীগ নেতা আবু তাহিদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

জগন্নাথপুর: আজীবন মুজিব আদর্শে অবিচল থাকা নিঃস্বার্থ ও ত্যাগী আওয়ামীলীগ নেতা আ স ম আবু তাহিদ (৬৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইনাতনগর গ্রামে বাসিন্দা ছিলেন তিনি।১৯৭৫ মূলত সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতি দিয়েই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৭৭ সালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৭৮ সালে সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮৫-১৯৯১ ইং সাল পর্যন্ত সফলতার সঙ্গে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমালে সেখানেও আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কয়েক বছর আগে দেশে ফিরে তিনি আবারো আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করে আসছিলেন। আওয়ামী পরিবার ও মুজিব আদর্শের একনিষ্ট কর্মী আবু তাহিদ সেই শৈশব থেকে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

You might also like