জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজায় শোকার্ত মানুষের ঢল

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আকমল হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪ টায় শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। নামাজে জানাজায় ইমামতি করেন হাফিজ নাফিজ আহমেদ। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হলিয়াড়পাড়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ। এরআগে আকমল হোসেনের কর্মময় জীবনের উপর আলোকপাত এবং শোকপ্রকাশ করে বক্তব্য দেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আ’লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন সভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি, সাবেক মেয়র মিজানুর রশিদ ভুঁইয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শ্রীরামসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, প্রয়াতের ভাই আবাব হোসেন, ছেলে মুক্তাকীন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, স্থানীয় মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন প্রমুখ।

উপস্থিত ছিলেন, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, থানার ওসি মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আ’লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, হাজী আব্দুল জব্বার, বদরুল ইসলাম, মুক্তাদির আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আ’লীগ নেতা ফিরোজ আলী, মুজিবুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এমএ মতিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য, গত সোমরাত রাত দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে আকমল হোসেন ( ৬৭) ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। তিনি গত ২৪ ডিসেম্বর আ’লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেন।

You might also like