জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে  শৃঙ্খলা ফেরাতে অভিযান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সিলেট বিভাগের সব থেকে বড় সেতু হওয়ায় প্রত্যেক দিন বিকেলে ও ছুটির দিনে খোলা আকাশের নিচে জনসাধারণ জমায়েত হতেন। এ সময় কিছু বখাটে ছেলে মোটরসাইকেল নিয়ে নানা সমস্যার সৃষ্টি করায় কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে। এ সমস্ত বখাটে এবং অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে গত ৫ দিন ধরে জগন্নাথপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানান, এই অভিযানে সেতু এলাকায় শান্তি ফিরে আসছে। বিকেলে ঘুরতে আসা জনসাধারণ শান্তিমত চলাচল করছেন বলে জানান।এ সময় সেতু এলাকায় ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন রেখে যানজটের ভয়াবহতা রোধে এই উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান পুলিশ প্রশাসনকে।
জগন্নাথপুর ট্রাফিক পুলিশ জানায়, সেতু এলাকায় সড়কে প্রাণহানী ও দুর্ঘটনা রোধসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। ৫ দিনের ৪৩টি মোটরসাইকেল আটক করে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।জগন্নাথপুর থানার ট্রাফিক বিভাগের সার্জেন্ট এসআই টিপু মিয়া জানান, সেতু এলাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। এসব কাজের মধ্যে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ফিটনেস, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট, রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন, এসব বিষয় যাচাই-বাছাই করছি। জনসচেতনতা এবং সেতুতে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করবো।

You might also like