জনগণের কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান

নিউজ ডেস্ক
সত্যবাণী

নারায়ণগঞ্জ: টানা বৃষ্টিতে ডিএনডির অভ্যন্তরে জলাবদ্ধতায় দুর্ভোগের সৃষ্টি হওয়ায় জনগণের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে‌ছেন নারায়ণগঞ্জ-৪ আস‌নের সংসদ সদস্য শামীম ওসমান।একই সঙ্গে দ্রুত জলাবদ্ধতা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ রাই‌ফেল ক্লা‌বে এক সংবাদ স‌ম্মেল‌নে ক্ষমা চেয়ে এসব কথা ব‌লেন শামীম ওসামন।তিনি বলেন, ডিএনডির পুরো এলাকা পানির নিচে। এখানে যদি কোনো করোনা আক্রান্ত লোক থুথু ফেলেন তাহলে সবার মধ্যে জীবাণু ছড়াবে। সেনাবাহিনী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ডিএনডির পাম্প চালুর চেষ্টা চলছে। আজকের মধ্যেই সেনাবাহিনী উচ্চক্ষমতাসম্পন্ন দুটি পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করবে। দ্রুত সময়ে সমস্যার সমাধান হয়ে যাবে।শামীম ওসামন বলেন, যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটি বরাদ্দ হয়ে গেলে ডিএনডির প্রকল্প হাতিরঝিলের চেয়েও মনোমুগ্ধকর করে গড়ে তোলা যাবে। এতে প্রায় ২০ লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ ও আল বারাকা হাসপাতালে আইসিইউ বেড রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু প্রো-অ্যাকটিভ হাসপাতাল এটাকে বাণিজ্য হিসেবে নিয়েছে। যদি আগামী সপ্তাহের মধ্যে এখানে করোনা রোগীদের সেবা দেয়া না হয় তাহলে আগামী সোমবার আমি সাংবাদিকদের নিয়ে সেখানে যাব। যা যা করা দরকার করব। নারায়ণগঞ্জবাসী চিকিৎসার অভাবে মরতে পারে না। মৃত্যু হলে কেউ বাঁচাতে পারবে না। চিকিৎসা পেলে অন্তত বলতে পারবে হায়াত ছিল না।

You might also like