জনগণ এমনকি কর্মীদের থেকেও বিচ্ছিন্ন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, শুধু জনগণ নয়,কর্মীদের থেকেও বিচ্ছিন্ন বিএনপি।এ কারণে তাদের নেতারা এখন অস্তিত্ব প্রমাণের জন্যই শুধু টিভির পর্দায় কথা বলেন।রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
‘সরকার দুর্নীতিতে বেসামাল’ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,সীমাহীন দুর্নীতি- দুঃশাসনের কারণে যারা দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল,একবার অবশ্য আফ্রিকার একটি দেশের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন-সেই বিএনপি’র মুখপাত্র হচ্ছেন রিজভী আহমেদ।তারা যখন দুর্নীতির কথা বলে, তখন লোকে হাসে।বন্যা মোকাবিলায় সরকারের পাশাপাশি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যা-দুর্যোগ মোকাবিলায় অতীতেও সক্ষমতা দেখিয়েছেন,এখনো সফলভাবে বন্যা মোকাবিলা করছেন।তিনি বলেন,আমাদের দলের নেতাকর্মীরা নিজ নিজ জায়গায় যেখানে বন্যা হয়েছে,সেখানে জনগণের পাশে দাঁড়িয়েছে।আমি আবারও আমাদের দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাবো, যতদিন বন্যা থাকবে, ততদিন তারা যেন মানুষের পাশে থাকে।
বর্তমান পরিস্থিতিতে সিনেমা হল খোলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন,বন্যা পরিস্থিতি এবং করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতার ফলে এ বিষয়ে আরেকটু ধীরে এগোনো ভালো হবে বলে আমার মনে হয়।করোনার প্রকোপ যখন একেবারে কমে যাবে, তখন আমরা সিনেমা হল ফের চালু করার বিষয়টি আবার আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি।এসময় চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী জানান,সিনেমা হলগুলোর বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারের পরিবর্তে শিল্প হারে নির্ধারণের জন্য এরইমধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আর বিদেশি চলচ্চিত্র আমদানির বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে।চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আওলাদ হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।