জননেতা পীর হবিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে গণতন্ত্রী পার্টির কর্মসূচি পালন
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোদা,গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মজলুম জননেতা ভাষাসৈনিক পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকীতে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার নানা কর্মসূচি পালন।১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় পীর হবিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।কবর জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমার বাগরখালস্থ গ্রামের বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর শাখার আহবায়ক মাছুম আহমদ, যুগ্ম আহবায়ক প্রভাষক আখলাকুর আসফিয়া, কালা মিয়া, শংকর ঘোষ, নাটাবের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াঅনুরাগী আব্দুল জব্বার জলিল, লন্ডন থেকে প্রকাশিত সত্যবাণী ডট কমের সম্পাদক সৈয়দ আনাস পাশা, পীর হবিবুর রহমানের নাতী এয়ারলাইনস ক্লাব অফ ওসমানী ইন্টান্যাশনালের সভাপতি বেলায়েত আলী লিমন, ঘাতক দালাল নির্মূল কমিটির লন্ডন শাখার সভাপতি সৈয়দ এনামুল ইসলাম ও ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল প্রমুখ।