জমকালো আয়োজনে শেষ হলো যুক্তরাজ্যে বসবাসরত বেলাব উপজেলা বাসীর মিলনমেলা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: জমকালো আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত বেলাব উপজেলা বাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।গত ১৪ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার একটি অভিজাত হলে এ উৎসব হয়।অনুষ্ঠানের শুরুতেই ছিল পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা।অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত ছিল নরসিংদীর ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা পায়েস পান্তা ইলিশ সহ বিশাল ভুরিভোজের আয়োজন।এ সব উপভোগ করতে বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা বন্ধু-বান্ধব, শিশু, নারী-পুরুষ ছোট-বড় সবাই বৈশাখী সাজে এসেছিলেন দূর দূরান্ত থেকে। নারীরা পরেছিলেন লাল রঙের শাড়ি।ছেলেদের গায়ে ছিল পাঞ্জাবি-পায়জামা।অনুষ্ঠানে শিশুরাও সেজেছিল বাঙালি সাজে।শত শত বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। এ সময় লন্ডন ও ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের গান ও বাসীর সুর নেচে গেয়ে উপভোগ করেন উপস্থিত সকলে।প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ঈদ ও বাংলা নববর্ষের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ।এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলাদেশের নিজস্ব কৃষ্টি কালচার ও উৎসবের সঙ্গে পরিচিতি এবং যুক্ত থাকার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন প্রতিবছর করে থাকে যুক্তরাজ্যে বসবাসরত বেলাব উপজেলাবাসীর।প্রবাসে নিজেদের মাঝে সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও এ ধরনের অনুষ্ঠান ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আয়োজকরা।

You might also like