জমিসহ ঘর দিয়ে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী :মোহাম্মদ আবু জাহিদ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ ঘর উপহার দিয়ে বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি গরীবদের কষ্ট বুঝেন বলেই চাওয়ার আগেই অনেক কিছু দিয়ে দেন।তিনি বলেন, যেসব মানুষ কোনদিন একটুকরো জমি কিনে ঘর তৈরি করে নিজের ঘরে বসবাস করার কল্পনাও করতে সাহস করতো না। তাঁরাই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে জমিসহ ঘর পেয়েছে। তাঁদের কাছে আজ নিজের ঘরে বসবাস করা স্বপ্ন নয় বাস্তব।বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জমিসহ ঘরের কাগজ ও চাবী উপহার এবং দক্ষিণ সুরমাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, মোল্লারগাও ইউপি চেয়ারম্যান মামুন খান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এরআগে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ সুরমাসহ সিলেটের ৪টি উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

You might also like