জম্মু-কাশ্মীর নেতাদের সঙ্গে মোদীর বৈঠক, মর্যাদা ফেরানোর আশ্বাস
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারতঃ ব্যাপক বিবাদপূর্ণ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে তিন ঘণ্টার ম্যারাথন বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারের (২৩ জুন) সেই বৈঠকে সঠিক সময়ে জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।ভারতীয় মিডিয়া এনডিটিভি বলছে, জম্মু-কাশ্মীরের প্রথম সারির আটটি রাজনৈতিক দলের ১৪ জন নেতা নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে ওই বৈঠক করেছেন। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর ওই অঞ্চলে রাজনৈতিক প্রক্রিয়া ঠিক করতে বৈঠকের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার আহ্বানে সাড়া দিয়ে জম্মু-কাশ্মীরের সাবেক চারজন মুখ্যমন্ত্রীসহ রাজনৈতিক নেতারা বৈঠকে অংশ নেন।
ওই বছরের আগস্টে জম্মু-কাশ্মীরকে বিভক্ত করে কেন্দ্রশাসিত দুটি ভূখণ্ডের মর্যাদা দেওয়া হয়। বৈঠকে জম্মু-কাশ্মীরের নেতাদের আশ্বস্ত করে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, উপযুক্ত সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তবে নির্বাচন অনুষ্ঠানের জন্য জম্মু-কাশ্মীরের সংসদীয় আসন পুনর্নির্ধারণে স্থানীয় রাজনৈতিক দলগুলোর কাছে সহায়তা চেয়েছেন নরেন্দ্র মোদী। বৈঠকে অংশ নেওয়া জম্মু-কাশ্মীরের নেতারা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।দেশটির সরকারি সূত্রগুলো বলছে, জম্মু-কাশ্মীরে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করাই ছিল বৈঠকের প্রধান লক্ষ্য। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জম্মু-কাশ্মীরের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ডিসট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনের মতো সফলভাবে বিধানসভার নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়েছেন তিনি।
২০১৯ সালের ১ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ এবং তার ছেলে ওমর আব্দুল্লাহ। এর তিনদিন পর ৪ আগস্ট তাদের গ্রেফতার করা হয়।কাশ্মীরের এই নেতাদের গ্রেফতারের কয়েক ঘণ্টা পর সংসদে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেওয়া হয়; যা তাদের স্তব্ধ করে দেয়।সংসদে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণা দেওয়ার সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, উপযুক্ত সময়েই জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো হবে।বৈঠক শেষে ওমর আব্দুল্লাহ সাংবাদিকদের বলেছেন, শুধুমাত্র জম্মু-কাশ্মীরে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবে বৈঠকে অংশ নেওয়া প্রায় সব নেতাই অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, অন্যান্য রাজ্যে ২০২৬ সালে সীমানা নির্ধারণ করা হবে। তাহলে কেন জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সেটি আগেই করার প্রস্তাব দেওয়া হচ্ছে।
জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি, সীমানা পুনর্নির্ধারণ দরকার নেই। কেন্দ্র এবং কাশ্মীরের মধ্যে যে বিশ্বাস ছিল তা ভেঙে গেছে।ফারুক আব্দুল্লাহ ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নেতৃত্বাধীন সাত দলীয় গুপকার জোটের নেতারা জম্মু-কাশ্মীরের মর্যাদা বাতিলে তীব্র প্রতিবাদ জানিয়েছে এলেও বৃহস্পতিবার দিল্লিতে যে বৈঠকে হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে তাদের ফটোসেশন করতে দেখা গেছে।যদিও বৈঠক শেষে মেহবুবা মুফতি বলেছেন, আমরা ৩৭০ অনুচ্ছেদের জন্য লড়াই করবো। এই লড়াই মাসের পর মাস অথবা বছরের পর বছর ধরে হতে পারে। আমরা এই বিশেষ মর্যাদা পাকিস্তানের কাছ থেকে পাইনি। আমরা ভারতের কাছ থেকে এই মর্যাদা পেয়েছি। আমরা জওহরলাল নেহরুর কাছ থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা পেয়েছি। এ বিষয়ে কোনো আপোষ হতে পারে না।