জরুরী অবতরণ না করে ফ্লাইটে মৃত্যুবরণ করা যাত্রী নিয়েই ৯ ঘন্টা পর লন্ডন পৌছলো বিমান
বাবাকে রিসিভ করতে হিথরোতে অপেক্ষারত ছেলে জীবিত বাবা নয়, পেলেন বাবার মৃত্যু সংবাদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: গত সোমবার সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ছেড়ে যাওয়ার আড়াই ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে মারা যান এক যাত্রী।
পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন ফজল মাহমুদ একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওই যাত্রীকে মৃত বলে ধরে নেওয়ার পর, পার্সার তার মরদেহটি নিয়ে একটি খালি সিটের সারিতে শুইয়ে দেয়’।
ফ্লাইট লগের তথ্য অনুসারে, ব্রিটিশ নাগরিক শুয়াইবুর রহমান চৌধুরী প্রথমে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ১১ ঘণ্টা ৩৭ মিনিট পর ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। জনাব চৌধুরীর ছেলে বাবাকে রিসিভ করতে হিথরো বিমান বন্দরে দীর্ঘ অপেক্ষা করার পর জীবিত বাবা নয়, পেলেন বাবার মৃত্যু সংবাদ, পরামর্শ পেলেন হাসপাতালের সাথে যোগাযোগের।
নিয়ম অনুসারে, যখনই ফ্লাইটের কোনো যাত্রীর মেডিকেল জরুরি অবস্থা হয়, তখনই উড়োজাহাজ থেকে মেডিকেল জরুরি অবস্থা ঘোষণা করে একটি এসওএস পাঠাতে হয় এবং সবচেয়ে নিকটতম বিমানবন্দরে অবতরণের জন্য প্রস্তুত হতে হয়।
বিমান সূত্র জানায়, প্রতিটি বিমানবন্দর মেডিকেল জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকে। এই প্রক্রিয়ায় বিমানবন্দরের নিকটতম হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয় এবং অ্যাম্বুলেন্স ও প্যারামেডিকদের বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়।