জাতির পিতার সমাধি সৌধে সিলেট আওয়ামী পরিবারের শ্রদ্ধা নিবেদন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও নগর আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।২৫ আগস্ট শুক্রবার দুপুর ১২টায় তারা টুঙ্গিপাড়া পৌঁছুলে বঙ্গবন্ধুর সমাধির তত্বাবধায়ক ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।এরপর তারা জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে তারা জাতির জনক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে তারা প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতির জনকের অপর কন্যা শেখ রেহানার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ সমাধি কমপ্লেক্স মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন।এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সিলেট থেকে রওয়ানা হন জেলা ও নগর আ’লীগ নেতৃবৃন্দ। তারা রাতে ঢাকায় বিশ্রাম নিয়ে সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন এবং দুপুরের দিকে পৌঁছেন।সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন জেলা ও নগর আ’লীগ নেতৃবৃন্দ এবং জেলার প্রতিটি উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নগর আ’লীগ নেতৃবৃন্দের সাথে ছিলেন সিসিক’র প্রতিটি ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।