জাতিসংঘের মিলিনিয়াম ফেলোশিপ প্রথমবারের মত পেলেন শাবি’র ১৬ শিক্ষার্থী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষা কার্যক্রম ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩’ এর জন্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিভিন্ন বিভাগের ১৬ শিক্ষার্থী।
শাবি থেকে সংবাদদাতা জানান, ১২ আগস্ট শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মিজানুর রহমান ও ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীরা।
ফেলোশিপপ্রাপ্ত ১৬ শিক্ষার্থীর মধ্যে ১১ জন হলেন সমাজকর্ম বিভাগের। তারা হলেন মো. মোফাজ্জল হক, নাজিফা ঈসিকা, সাদনাদুজ্জামান রিচি, রিদওয়ানুল হক সাদ, সুমাইয়া আক্তার রিফা, সিফাতুল কাফিয়া, মুরাদ মিয়া, মুজাহিদ ইমন, মোহাম্মদ জুয়েল, ঋতু সাহা ও মোহাম্মদ আলী।বাকি ৫জন হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের হাবিবুর রহমান মাসরুর, নৃ-বিজ্ঞানের চৌধুরী আনিকা ফারাহ, নাহিন নাজনীন, আদিবা রহমান ও ব্যবসায় প্রশাসন বিভাগের আহমদ মারজান।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর কাজের সামাজিক প্রভাব, সমাজের কল্যাণের প্রতি প্রতিশ্রুতি এবং উৎসাহ তাদেরকে ২০২৩ সালের মিলেনিয়াম ফেলোশিপ ক্লাসের জন্য নির্বাচিত করা হয়েছে।তারা মিলেনিয়াম ফেলো হিসেবে কয়েকটি সামাজিকভাবে মর্যাদাপূর্ণ প্রভাবক্ষম প্রোগ্রামে এবং জাতিসংঘের এসডিজি লক্ষমাত্রার ১৭টি সূচক পূরণে প্রতিনিধিত্ব করবেন।