জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না ট্রেনের টিকেট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না টিকেট- নতুন পদ্ধতিটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে রেলওয়ে মন্ত্রণালয়।রেলওয়ে সূত্র জানায়,টিকেট কালোবাজারি বন্ধ এবং ভ্রমণের সময় যাত্রীর পরিচয় নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে।রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবীর জানিয়েছেন, অক্টোবরের শেষ নাগাদ নতুন এ নিয়ম চালু হবে।তিনি বলেন, নতুন নিয়মে একজন যাত্রী তার রেজিস্ট্রেশন করা আইডি থেকে নিজের নামে বা পরিবার বা বন্ধু অর্থাৎ যারা তার ভ্রমণসঙ্গী হবেন – তাদের নামে চারটি পর্যন্ত টিকেট কাটতে পারবেন। যাত্রাকালে ট্রেনে চেকার তার কাছে থাকা স্মার্টফোন বা ট্যাবে রেলের সার্ভারে থাকা যাত্রীর নাম-পরিচয়ের সঙ্গে টিকেটে থাকা নাম-পরিচয় মিলিয়ে দেখবেন, অর্থাৎ যার নামে টিকেট তাকে ভ্রমণ করতে হবে,এবং যাত্রাকালে অন বোর্ড নিজের পরিচয় নিশ্চিত করতে হবে।এতে যাত্রীর স্মার্টফোন থাকার প্রয়োজন নেই, কিংবা তাকে জাতীয় পরিচয়পত্রও বহন করতে হবে না।

You might also like