জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস আজ রবিবার (১২ ডিসেম্বর)। প্রতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করে।এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’। এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে দিবসটি।জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সংসদের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত শারীরিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিপাদ্যভিত্তিক জাতীয় সেমিনার এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে। দিবসটিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে অন্যান্য অনুষ্ঠানও।উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি পালনের ঘোষণা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবস নাম পরিবর্তন করে এ দিনটিকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

You might also like