জাতীয় শোক দিবস কর আইনজীবী সমিতির কর্মসূচি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৪ আগস্ট রোববার দুপুর সাড়ে ১২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি এ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সজল কুমার রায়’র পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ.স.ম মুবিনুল হক শাহীন।বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, সাবেক সভাপতি মৃতুঞ্জয় ধর ভোলা, বিধু ভুষন ভট্টাচার্য্য, অধ্যাপক ঋষিকেশ ধর, জাহাঙ্গীর আলম, বাবুল ভৌমিক, মিন্টু চন্দ্র রায়, অনুপ ব্রত, ইফতিয়াক হোসেন মঞ্জু, জহিরুল ইসলাম রিপন প্রমুখ।

বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়নে রয়েছে। বক্তারা বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের শহীদানের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এই শোককে আমরা আমাদের কাজের মাধ্যমে শক্তিতে পরিণত করবো। দেশের আর্থ-সামাজিক উন্নতিতে কর আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমরা দেশের সর্বাঙ্গীন উন্নয়নে অবদান রাখতে বলিষ্ট ভূমিকা পালন করবো। বক্তারা বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের অবিলম্বে দেশে নিয়ে এসে রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সবশেষে মাওলানা মো. সাজিদুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

You might also like