জাপানে জরুরি অবস্থা বাড়ছে

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

জাপান: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় দেশব্যাপী জরুরি অবস্থার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিয়েছে জাপান সরকার।দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এর আগে গত ৭ এপ্রিল টোকিও এবং আরো ছয়টি এলাকায় মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।পরবর্তীতে তা পুরো দেশজুড়ে করা হয়। বুধবার ঔ জরুরি অবস্থার মেয়াদ শেষ হচ্ছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর ধারণা করা হচ্ছে আবে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেবেন।খবরে বলা হয়েছে, শিনজো আবে সোমবার দিনের শেষে সংবাদ সম্মেলনে সরকারি সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন।এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি লোক, মারা গেছে ৫১০ জন।

You might also like