জাবির ২৮৯ ছাত্রলীগের নেতাকর্মী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গঠন করা হয়েছে অধিকতর তদন্ত কমিটিও।সোমবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এরআগে, ১৭ মার্চ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।হামলায় মদদ দেওয়ার অভিযোগে ৯ শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও।এছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা স্থাপনার নাম বাতিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করা হবে বলে জানা গেছে।গত ১৫ জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার রাতকে জাবিতে কালো রাত হিসেবে ঘোষণা করা হয়েছে।