জামালগঞ্জের সুরমা নদীতে র‌্যাবের অভিযানে ১০ জন চাদাঁবাজ গ্রেফতার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালু-পাথর বুঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে এমদাদুল হক আফিন্দীসহ ১০ জন চাদাঁবাজকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর সদস্যরা।বৃহস্পতিবার ভোরে উপজেলার সুরমা নদীর দুর্লভপুর এলাকার সুরমা নদীতে চাদা তোলার সময় তাদেরকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।স্থানীয়রা ও র‌্যাব-৯ সুত্রে জানা যায়, প্রতিদিন জেলার জামালগঞ্জের দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি টিম র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদের নেতৃত্বে আজ ভোরে বিশেষ অভিযান চালিয়ে এমদাদুল হক আফিন্দীসহ ১০জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কাউছার আহমেদ (৩৫), এমদাদুল হক আফিন্দী ছেলে মাহি আফিন্দী(২০), জয়নুল হক (৪০), বাদশা মিয়া(৩২), আব্দুল হোসাইন(৫২), নেছার আহমদ(৩০), সামি আফিন্দী(২০), আব্দুন নূর আফিন্দী(৩৩), মানিক মিয়া(৬৫)।

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি, দুইটি নৌকা, ৮ টি লোহার রডসহ দেশীয় অস্ত্র ও নগদ ২২’শ ৩০ টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় র‌্যাব।এ ব্যাপারে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, দুর্লভপুর এলাকায় চাঁদাবাজির সময় ১০ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তারা ওই এলাকার সক্রিয় চাঁদাবাজ চক্র। নৌ-পথে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

You might also like