জামালগঞ্জে আগুনে পুড়ে ছাই ১০ টি বসত ঘর

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জামালগঞ্জে বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে আগুনে পুড়ে ছাই ১০ টি বসত । এ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। রবিবার রাত ১১ টায় রাধানগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বলেন,এনজিও থেকে ঋণ নিয়ে কয়দিন আগে মাত্র বসত ঘর নির্মাণ করি । আমি এখন কীভাবে ব্যাংক ঋণ পরিশোধ করে নতুন করে ঘর করবো, ভেবে পাচ্ছি না। আমার মতো খেটেখাওয়া পরিবারের এখন কি হইবো । যদি সরকারী সাহায্য-সহানুভূতি না পাই তাহলে আমাদের পথে বসতে হবে। ইউনিয়ন চেয়ারম্যান অসীম তালুকদার বলেন, আগুন লেগেছে শুনে আমি সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আমি নিজে ঘটনা স্থলে উপস্থিত হই।

স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘন্টা খানেক পড়ে। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানান, রাধানগর গ্রামে আগুন লেগেছে শুনেই ফায়ারসার্ভিস ও বিদ্যুৎ অফিসে যোগাযোগ করি। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ফায়ারসার্ভিস সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। তাৎক্ষণিক আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছি। আগুনে ১০ টি বসত ঘর ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, কম্বল ও চাউল দেওয়া হয়েছে । উপজেলা চেয়ারম্যান বলেন, রাতের খাবার শেষ করে যখন মানুষ ঘুমাতে যাবে তখনই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। গ্রামবাসী ঘন্টা ব্যাপি যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা করা হবে।

You might also like