জামালগঞ্জে কাদিরের নেতৃত্বে দুই স্পটে অবৈধভাবে মাটি উত্তোলন, সরকার হারাচ্ছে রাজস্ব

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের সদর উপজেলার দুই স্পটে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে বর্মাউত্তর গ্রামের মৃত আমান উল্লার ছেলে আব্দুল কাদির। প্রতিদিনি হাজার হাজার ফুট বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। স্থানীয় বাসিন্ধারা জানান, ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে রাশনগর ও জয়নগর এলাকার সাধারন জন শান্তিতে ঘুমাতে পারছেনা, প্রতিদিন রাতে ড্রেজার মেশিন চালু করে। এছাড়া নদীর তীর ব্যপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবিলম্বে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধের দাবী জানাই। স্থানীয় অপর এক বাসিন্ধা জানান, আব্দুল কাদির এর আগেও অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে প্রশাসনের নির্দেশ মানে না। অবৈধভাবে মাটি উত্তোলনকারী আব্দুল কাদিরের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার বলেন, অবৈধভাবে কেউ মাটি উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া।

You might also like