জামিন পেলেন ঢাবি ছাত্র অধিকারের ৮ নেতা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনসহ আটজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই নেতার করা মামলায় তারা জামিন পান।শাহবাগ থানায় করা এই দুই মামলায় গ্রেপ্তারের এক মাস পর সোমবার তাদের জামিনের আদেশ দেন ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা।ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।তার সঙ্গে জামিন প্রাপ্তরা হলেন পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।পরিষদ নেতা-কর্মীদের আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেছেন, জামিনের আদেশের ফলে তাদের মুক্তিতে এখন আর বাধা নেই।
তিনি বলেন, এই দুই মামলায় অন্য ১৬ আসামির জামিন আদালতের শুনানি একই আদালতে আগামী ১৪ ও ২০ নভেম্বর হবে।এই মামলায় আখতার ও আকরামকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তবে অন্যদের রিমান্ডে পাঠানো হয়নি।মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে শুক্রবার (৭ অক্টোবর) ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে আসামিরা কাউকে কিছু না জানিয়েই পূর্ব পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেআইনিভাবে সমাবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।আসামিরা তাদের বক্তব্যে সরকার, সরকার প্রধান ও বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। তখন ছাত্রলীগ প্রতিবাদ করলে আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করেন। এসময় আসামিরা সাড়ে ১০ হাজার টাকা চুরি করে নেন।