জামিন পেলেন সুনামগঞ্জ বিএনপির ১০ নেতা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ২৮ জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপি’র মহাসমাবেশে থেকে গ্রেফতার সুনামগঞ্জ বিএনপির ১০ নেতা জামিন পেয়েছেন। এরা সবাই দলের অঙ্গ সংগঠন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের দায়িত্বশীল নেতা।রোববার বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন শুনানি হয়। জামিনের বিষয় নিশ্চিত করেছেন তাদের আইনজীবী ইকবাল হোসেন চৌধুরী।
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, বিএনপি’র মহাসমাবেশে যোগ দিতে গত ২৬ জুলাই জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ঢাকায় যান। ২৮ জুলাই বৃহস্পতিবার রাত ১টায় রাজধানীর মিরপুর-২ এর একটি বাসভবন ঘেরাও করে পুলিশ। এ সময় বাসায় থাকা সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, সহ-সভাপতি সোহেল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমিনুল হক কালাচাঁন, যুগ্ম সম্পাদক নুর আলম, সহ-সমাজসেবা সম্পাদক মঈনুদ্দিন রিপন, তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক তবারক হোসেন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।পরে তাদেরকে ১৮ জুলাই বাংলা কলেজে সংঘর্ষের ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।