জালালপুরে সূচনা প্রকল্পের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
সত্যবাণী

দক্ষিণ সুরমার: দক্ষিণ সুরমার জালালপুরে এফআইডিবির সূচনা প্রকল্প উদ্যোগে বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে ইউপি এবং ইউপি স্ট্যাডিং কমিটির পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১৩ জুন সোমবার দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ’র এর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা নিউট্রিশন অফিসার শেখ তাওহীদা রহমান এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সভাপতির বক্তব্য চেয়ারম্যান ওয়েস আহমদ বলেন, আমিষের চাহিদা পূরণ করতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। নিজ ঘরের আঙ্গিনায় সবজি করতে হবে। পুষ্টি উৎপাদন বাড়াতে হলে,সুষম খাদ্য খেতে হবে। পুষ্টি সম্পর্কে সমাজের সকলকে সচেতন হতে হবে। অপুষ্টি রোধে সম্বলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব কোষাধ্যক্ষ শরীফ আহমদ, ইউপি সদস্য ফজির আলী, সফিক উদ্দিন , মোঃবাবুল মিয়া,মোছাঃ সুফিয়া বেগম খান,রাসেল আহমদ, মোঃনুরুল ইসলাম, মোছাঃ হাসনা বেগম, মানোয়ার বেগম, মোঃওয়ারিছ উদ্দিন, মোঃ জিদ্দার আলী,সিএইছ সিপি মোঃ মুজাহিদ, এস এম ফারুক, জালালপুর ইউপি স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র পরিদর্শক আব্দুল কাদির। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আব্দুস সালাম প্রমুখ।

You might also like