জালালাবাদ গ্যাসের উদ্যোগ হাউজিং এস্টেটে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন শুরু
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার মিটারবিহীন সকল আবাসিক গ্যাস লাইনে প্রিপেইড মিটার বসাচ্ছে জালালাবাদ গ্যাস।জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল)-এর নিজস্ব অর্থায়নে ‘জেজিটিডিএসএল অধিভুক্ত এলাকায় ৫০,০০০ প্রিপেইড গ্যাস মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। মূল্যবান প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়, দক্ষ ও টেকসই ব্যবহারের লক্ষ্যে সরকারি নির্দেশনার আলোকে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।প্রকল্পের আওতায় ইতিমধ্যেই সিলেট নগরির হাউজিং এস্টেট আবাসিক এলাকায় জরিপের মাধ্যমে মাঠপর্যায়ে প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে শাহজালাল উপশহরসহ সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলার বিভিন্ন আবাসিক এলাকায় জরিপসহ মিটার স্থাপনের কাজ চলমান থাকবে বলে জানানো হয়েছে। প্রিপেইড মিটারে যতটুকু গ্যাস ব্যবহার করা হবে ঠিক ততটুকু বিল রিচার্জকৃত বিল হতে কর্তন করা হবে। এতে মাসিক নির্ধারিত বিল প্রদানের প্রয়োজন না হওয়ায় গ্রাহকদের সাশ্রয় হবে। এছাড়া, বকেয়া সংক্রান্ত জটিলতা ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা থাকবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকরা প্রিপেইড বিল মোবাইল অ্যাপস ব্যবহার করে রিজার্চ করতে পারবেন। প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।