জালালাবাদ গ্যাস অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং কর্মচারী পদে লোকবল নিয়োগ করতে হবে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ‘জালালাবাদ গ্যাসে অনিয়ন দূর্নীতি বন্ধ, কর্মচারি পদে লোকবল নিয়োগ, কর্মচারিদের পদোন্নতিসহ প্রতিষ্ঠানের সকল অনিয়ন-দূর্নীতি বন্ধের লক্ষ্যে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, রেজি নং-২৫২০ (সিবিএ)’র এক জরুরি সভা বুধবার দুপুরে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও উর্ধ্বতন টেকনিশিয়ান-কাম-সুপারভাইজার ফকির মাহবুব মোর্শেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিবিএ’র সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. শাহনোয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুছ ছালাম, সহ-সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. জবারক মিয়া, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. আইয়ুব আলী, উপ-টেক-কাম-সুপার: মো. আমির হোসেন, মো. ওসমান গণি, মো. আব্দুল মালেক, মো. মীর হোসেন, শাহ আলম পাটওয়ারী, মো. আকবর আলী, খন্দকার খাইরুল ইসলাম, রুজিনা মুহিব, মো. ইসলাম উদ্দিন প্রমুখ।সভায় বক্তারা দ্রুত কর্মচারি পদে লোকবল নিয়োগ, কর্মচারিগণের পদোন্নতি প্রদান এবং মাথা ভারি প্রশাসনের সকল ধরনের অন্যায়-অনিয়ম বন্ধের জন্য দাবি জানান। অন্যথায় কর্মচারিদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করেন।

You might also like