জিয়াউদ্দিন তারিক আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি, মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম ট্রাস্টি, ছায়ানটের নির্বাহী সদস্য, ‘মুক্তির গান’ চলচিত্রের অভিনয় শিল্পী, দেশের অন্যতম প্রগতিশীল চিন্তক, প্রচার বিমুখ, সমাজ সভ্যতা ও সংস্কৃতি জগতের নিবেদিত প্রাণ পুরুষ জিয়াউদ্দিন তারেক আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ০৭ই সেপ্টেম্বর।২০২০ সালের এই দিনে মহামারী করোনা ব্যাধিতে আক্তান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৯৬ সালে মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগি আট জনের একজন ছিলেন জিয়াউদ্দিন তারেক আলী। রাজধানী শেরে বাংলা নগরে মুক্তিযুদ্ধ যাদুঘরের নতুন ভবনের নির্মাণ কাজের প্রধান সমন্বয়ক ছিলেন তিনি। ১৯৭১ সালে গণ সংগীত দলে অন্তর্ভুক্ত হয়ে তিনি রাজপথে গান গেয়ে বেড়িয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সীমান্ত পাড়ি দিয়ে শিল্পীদের সাথে নিয়ে তিনি স্মরণার্থী শিবিরে, মুক্তিযুদ্ধ ক্যাম্প, মুক্ত এলাকায় মুক্তিযোদ্ধাদের গানের মাধ্যমে উদ্বুদ্ধকরণে যুক্ত হন। তিনি একজন প্রকৌশলী ছিলেন।তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে দৈন্যতা তৈরী হয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজে স্থবিরতা নেমে আসে। প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে জাতি চিরকাল স্মরণ রাখবে।

You might also like