জুড়ীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পাউবো কর্মকর্তারা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদীর বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে ভাঙন দেখা দিয়েছে। ৯ জুলাই রোববার দুপুরে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের আহ্বানে ভেঙ্গে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করেন পাউবো মৌলভীবাজারের কর্মকর্তারা।জুড়ী থেকে সংবাদদাতা জানান, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে ও সাগরনাল ইউনিয়নের বটনীঘাট ও রানীমোরা এলাকায় অতিবৃষ্টির কারণে ভাঙন দেখা দেয়। এতে কয়েক ‘শ পরিবারের রাস্তা নদীগর্ভে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। এসব এলাকায় প্রায় কয়েক শ’ বাড়ি-ঘর রয়েছে। নদীর পাশে থাকা এসব বসতবাড়ি এখন রয়েছে হুমকির মুখে।এ নিয়ে এলাকাবাসী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন’কে অবগত করলে তিনি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে রোববার দুপুরে সরেজমিনে নদীভাঙ্গন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।ছাত্রলীগ নেতা এসএম জাকির হোসাইন ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জয়নাল আবেদীন, সানাউল ইসলাম চৌধুরী শাওন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী প্রমুখ। উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, যত দ্রুত সম্ভব প্রজেক্ট তৈরী করে ভেঙ্গে যাওয়া এলাকাগুলো মেরামত করে দেয়ার ব্যবস্থা করা হবে।

You might also like