জেমিকে অব্যাহতি, নতুন কোচ অস্কার ব্রুজন

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ আগামী ১লা অক্টোবর মালদ্বীপে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ ফুটবলের আগেই কোচ জেমি ডেকে সরিয়ে নতুন কোচ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফে দলের কোচ হিসেবে থাকবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন।

২০১৮ সালের ১৭ মে বাংলাদেশ দলের দায়িত্ব নেন জেমি। তার সাথে দুই বছরের নতুন চুক্তি ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত। এ কোচের অধীনে কোনো শিরোপা জেতা হয়নি লাল-সবুজদের। অর্জন বলতে ২০১৮ এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে আর থাইল্যান্ডের সাথে ড্র করে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠা।২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ এক পয়েন্ট পেলেও এবার পেয়েছে দুই পয়েন্ট। ২০১৮ সাফে পরপর দুই ম্যাচে জয়, ২০১৯ ও ২০২০ বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালে খেলা, ভুটান ও নেপালকে সিরিজ ম্যাচে হারানো, এসএ গেমস ফুটবলে ব্রোঞ্জ পদক ধরে রাখাই আক্ষরিক অর্থে তার কোচিংয়ে প্রাপ্তি।তবে ম্যাচে ৯০ মিনিট এক ছন্দে খেলা, পিছিয়ে পড়লেও তা পরিশোধে শেষ পর্যন্ত লড়াই করা আর কম গোল হজমই জেমির দলের বৈশিষ্ট্য। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ৮ ম্যাচে ২২ গোল হজম করে দুই গোল দিতে পারলেও এবার ৮ ম্যাচে তিন গোল দিয়ে খেয়েছে ১৯ গোল। তার অধীনে জাতীয় দল ২৮ ম্যাচে ১০ জয়, পাঁচ ড্র ও ১৩ ম্যাচে পরাজিত হয়। দিয়েছে ২২ গোল। হজম করেছে ৩৩ গোল।এছাড়া অনূর্ধ্ব-২৩ দল ১১ ম্যাচে তিন জয় দুই ড্র আর ছয় ম্যাচে পরাজিত হয়।

You might also like