জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখা গত শুক্রবার শ্রীশ্রী পোড়াবাড়ি দূর্গামন্দির প্রাঙ্গনে বিভিন্ন রকমের বৃক্ষরোপণ করেছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য্য।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দপ্তর সম্পাদক এডভোকেট মলয় কান্তি পাল সাজু, সহ-দপ্তর সম্পাদক অর্পূব পাল, সহ-প্রচার সম্পাদক দিলিপ রঞ্জন কুর্মি, সহ-শিক্ষা সম্পাদক রণেন্দ্র মহাপাত্র ছানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক রিংকু চক্রবর্তী, সহ-গণসংযোগ সম্পাদক নিহার রঞ্জন রায়, নির্বাহী সদস্য নারদ বিশ্বাস, বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ বাপ্পা এবং মন্দিরের সভাপতি পঞ্চু রারাইক।

You might also like