জেলা যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে:নুরুল ইসলাম নাহিদ এমপি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আ’লীগ প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, স্বাধীনতার পরে আমরা দুনিয়ার সবচেয়ে গরীব দেশের একটা ছিলাম। এই দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু গণতান্ত্রিক, সার্বভৌম ও সমৃদ্ধশালী করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে আবার সেই ধ্বংস, হত্যা, লুটপাট শুরু হবে। এজন্য আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।তিনি বলেন, একসময় আমাদের নারীসমাজ পিছিয়ে ছিল। এখন আমাদের দেশে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে। নারীদের এই এগিয়ে আসা আমাদের দেশের জন্য মঙ্গলজনক।’
যুবমহিলা লীগ সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে জেলা যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। যুবমহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবমহিলা লীগের সহ-সভাপতি আবিদা আঞ্জুম মিতা এমপি, কুহেলী কুদ্দুস মুক্তি, পারভীন খায়ের ও নার্গিস মাহতাব, যুগ্ম-সম্পাদক নুসরাত জাহান জেসমিন, সাংগঠনিক সম্পাদক সালমা ভূঁইয়া চায়না, সহ-সম্পাদক লাভলী সুলতানা ও নির্বাহী সদস্য নিলুফা ইয়াসমিন প্রমুখ। উদ্বোধকের বক্তব্যে অপু উকিল বলেন, অতীতে বার বার রাজপথে আন্দোলন, সংগ্রাম করে ত্যাগের পরীক্ষা দিয়ে যুবমহিলা লীগ প্রমাণ করেছে প্রধানমন্ত্রীর জন্য তারা রক্ত দিতে পারে। ভবিষ্যতেও যুবমহিলা লীগ প্রয়োজনে রক্ত দেবে কিন্তু রাজপথ ছাড়বে না।সভাপতির বক্তব্যে যুবমহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারোয়ার বলেন, বিশ্ব দরবারে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রশংসিত হচ্ছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবারও জনগণের সেবা করার সুযোগ করে দেয়া আমাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাজমা বেগম এবং পবিত্র গীতা পাঠ করেন রিক্তা চক্রবর্তী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নাজিরা বেগম শীলাকে সভাপতি ও ডা. দিনা বেগমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

You might also like