জৈন্তাপুরে নির্মীয়মাণ সড়কের কাজ পরিদর্শনে প্রবাসী কল্যাণ মন্ত্রী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জৈন্তাপুর পূর্ববাজার থেকে রাজবাড়ি খেলার মাঠ হয়ে থানাভবনের উত্তর অংশ মাস্তিংহাটি ছুঁয়ে সিলেট-তামাবিল- জাফলং মহাসড়ক পর্যন্ত বিকল্প বাইপাস সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। ১ জুলাই শনিবার সকাল ১১টায় সড়কটির চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং ইউএনও আল-বশিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবীর আন্তরিক প্রচেষ্টা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই সড়কের কাজ বাস্তবায়িত হচ্ছে।পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুর রহমান মেম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুকুর প্রমুখ।

You might also like