জৈন্তাপুরে প্রাইভেট কার খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জৈন্তাপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট-তামাবিল-জাফলং সড়কের রাংপানি লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়া (৩৫) ও তার ৪০ দিন বয়সী শিশুসন্তান রাহী আক্তার আদরী। আহতরা হলেন, রুবেল মিয়ার স্ত্রী কাজল আক্তার (৩০), কাজল আক্তারের ভাই নরসিংদী সদর উপজেলার ফোড়দিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ (৪৮) ও তার স্ত্রী আনিকা আক্তার (৩০)। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দুর্ঘটনা কবলিত হয়। সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি জাফলংয়ে যাচ্ছিল। পথিমধ্যে জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিরাপত্তা পিলার ভেঙ্গে খাদে পড়ে যায় (ঢাকা-মেট্রো-গ-৩৫-৩১৯৭) প্রাইভেট কারটি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিশু আদরীকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রুবেল মিয়াকেও মৃত ঘোষণা করেন।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও আল বাশিরুল ইসলাম, এসি ল্যান্ড রিপামণি দেবী, ওসি গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সদস্য নাজমুল ইসলাম।এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি আরো জানান, রুবেল আহমদ ও তার স্বজনেরা প্রাইভেটকারে করে সিলেটে বেড়াতে এসেছিলেন। তারা সকালে জাফলং যাচ্ছিলেন। আর প্রাইভেটকারটি চালাচ্ছিলেন রাসেল আহমদ।

You might also like