জৈন্তাপুরে ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র। প্রকল্পের কাজ চূড়ান্ত পর্যবেক্ষণের পর উদ্বোধন করা হবে।প্রকল্প সূত্রে জানা যায়, বিগত ২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুর উপজেলার ‘রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে’ এ বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বন্যা ও দুর্যোগকালীন সময়ে আশপাশের লোকজনের আশ্রয়কেন্দ্র হিসেবে সেটি ব্যবহƒত হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত পর্যবেক্ষণের পর খুব শিগগিরই সেটা উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, শুক্রবার দুপুরে জৈন্তাপুরে রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দুর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুল আহসান-এর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। এ সময় তারা প্রতিষ্ঠানের সকল কক্ষ ও কাজের খুঁটিনাটি ঘুরে দেখেন এবং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কিছু কিছু বিষয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। পরিদর্শনকালে এ সময় তাদের সাথে ছিলেন ঢাকাস্থ বন্যা ও আশ্রয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. শাকির, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের পরিচালক মো. নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুরের ইউএনও আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. সালাহউদ্দিন, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ম্যানোজিং কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

You might also like