জৈন্তাপুরে ৪০ বস্তা চিনিসহ চোরাকারবারি আটক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪০বস্তা চিনি, নাম্বারবিহীন ডিআই পিকআপ গাড়িসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৫ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার নিজপাট ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় তারা। এ সময় জৈন্তাপুর বাজার যাত্রী ছাউনির সামনে ১টি পিকআপ গাড়ি তল্লাশি করে চোরাইপথে আসা ভারতীয় ৪০ বস্তা চিনি ও চোরাই কাজে ব্যবহৃত নাম্বারবিহিন পিকআপ গাড়িসহ ১ চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আসকর আলী (৩২)। এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সম্প্রতি জৈন্তাপুরের বিভিন্ন সীমান্তে চোরাকারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য প্রবেশ করার চেষ্টা করছে। এ ব্যপারে পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে জৈন্তাপুর থানায় চোরাচালান আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

You might also like