জোড়া খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সত্যবাণী
সিলেট অফিসঃ জোড়াখুনের মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তার নাম শিপন আহমদ (২৬)। তিনি এসএমপি’র এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার মানিক মিয়ার ছেলে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্পনগরির ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাসেল আহমদ (২৪), তাপু মিয়া (৩৫) ও মো. রাজু আহমদ নামক বনফুল কোম্পানির ৩ কর্মচারিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাতনামা আসামি। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলে তাপু ও রাজু মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত রাজুর ভাই বাদী হয়ে শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা (নং-৭/৯/১/১৬) দায়ের করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং গত বছরের ১৫ অক্টোবর মো. শিপনসহ ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। অবশেষে মামলার প্রধান আসামি শিপনকে তারা গ্রেফতার করে।
পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করতে তাকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You might also like