টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। ক্রিকেটের সীমিত এ ফরম্যাটে এটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এছাড়া অজিদের বিপক্ষে এবারই প্রথম দ্বিপাক্ষীয় সিরিজ খেলছে বাংলাদেশ।এর আগে মোট চারবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে মাঠে নেমেছিল টাইগাররা। চার ম্যাচের চারটিই ছিল বিশ্বকাপে এবং চারটিতেই পরাজয়ের লজ্জা পায় বাংলাদেশ।অজিদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পর এখন প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে এ ম্যাচ জিতে এগিয়ে থাকতে চাইবে মাহমুদউল্লাহ বাহিনী। অন্যদিকে। হারের তিক্ততা ভুলে এ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া অজি শিবির।

অস্ট্রেলিয়া একাদশ:অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বাংলাদেশ একাদশ:মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

You might also like