টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখতে সিসিটিভিতে ৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস বারা জুড়ে নজরদারি বাড়াতে সিসিটিভি খাতে ৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ অপরাধীদের ধরতে সাহায্য করবে, অসহায় বাসিন্দাদের সহায়তা করবে এবং আইন ভঙ্গকারীদের বাধা দেবে।সিসিটিভি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে একটি উপযুক্ত ও অত্যাধুনিক এলইডি ভিডিও ওয়াল ডিসপ্লে ইউনিট সহ সর্বাধুনিক সরঞ্জাম নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ৮ লাখ ৯৫,০০০ পাউন্ড বিনিয়োগ করছে। এর ফলে দিনের যেকোনো সময় একযোগে ৪২টি ক্যামেরার মাধ্যমে বারাকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।এছাড়া বারার ৩৫০ টি রাস্তা-ভিত্তিক ক্যামেরার সবগুলোকে এনালগ থেকে ডিজিটালে আপগ্রেড করা হয়েছে, এর ছবির গুণমান এবং জুম ফাংশন উন্নত করা হয়েছে এবং অপরাধের সাথে জড়িত সন্দেহভাজনদের ট্র্যাক করতে ও ধরতে সাহায্য করবে।
নতুন ক্যামেরা গুলোকে সহায়তা করার জন্য নেটওয়ার্ক সরঞ্জাম এবং অবকাঠামোও আপগ্রেড করা হয়েছে। কাজটি পর্যায়ক্রমে সম্পাদিত হয়েছে এবং এপ্রিল ২০২৪ পুরো প্রজেক্টের কাজ সম্পন্ন হয়েছে।২০২২ সালের এপ্রিল মাস থেকে, কাউন্সিলের সিসিটিভি অপারেটররা ২১ জন ওয়ান্টেড ব্যক্তি এবং সহিংসতা – সম্পর্কিত অপরাধের সাথে জড়িত ১০২ জন সহ ৪০৩ জনকে গ্রেফতারে সহায়তা করেছেন। তারা ২০২২ সালের এপ্রিল থেকে ২৯ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতেও সহায়তা করেছেন।
সিসিটিভি অপারেটররা লন্ডন মেট্রোপলিটান পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং, পুলিশের সাথে এ পর্যন্ত ১,৫৪৬টি ছবি বা তথ্য বিনিময় করেছেন।টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “মূলত বসবাস, কাজ এবং ঘুরে বেড়ানোর জন্য একটি নিরাপদ জায়গা হচ্ছে টাওয়ার হ্যামলেটস, কিন্তু লন্ডনের অন্য সকল বরারার মতো আমরাও অপরাধীদের থেকে মুক্ত নই। আমাদের সিসিটিভি ক্যামেরা এবং অপারেশন সেন্টারের আধুনিকায়নে এই ৩ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ টাওয়ার হ্যামলেটসকে আরও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বারার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কাউন্সিলের প্রধান অগ্রাধিকার গুলোর মধ্যে একটি।”
কাউন্সিলের কমিউনিটি সেফটি বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেছেন, “আমাদের সকল বাসিন্দা এবং ভিজিটরদের যতটা সম্ভব নিরাপদ রাখতে পুলিশ এবং অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে কাউন্সিল। আমাদের সিসিটিভি ক্যামেরাগুলি ২৪ ঘন্টা নজর রাখছে গোটা বারার ওপর। তাই চুরি, যানবাহন চুরি, মাদক বা ট্রাফিক সংক্রান্ত অপরাধ, অসামাজিক আচরণ, সন্ত্রাসবাদ বা পরিবেশগত অপরাধের সাথে জড়িতদের তৎপরতা রুখতে আমাদের একটি বিস্তৃত নেটওয়ার্ক সর্বদা সচল ও সক্রিয় রয়েছে।”
সিসিটিভি সার্ভিসঃ কয়েকটি ঘটনা
নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলা (ভায়োলেন্স এগেইন্সট উইমেন এন্ড গার্লস, যা সংক্ষেপে ভিএডব্লিউজি)
— একজন পুরুষ একটি ট্রেন স্টেশনের বাইরে একজন মহিলাকে লাঞ্ছিত করেছে, সিসিটিভি অনুসন্ধান করে এবং সন্দেহজনক বর্ণনার সাথে মিলে গেলে পুলিশকে সেই অনুযায়ী নির্দেশনা দেয়া হয়, এবং আক্রমণের অভিযোগে পুরুষটিকে গ্রেপ্তার করা হয়েছে৷
— টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা (থিও) একটি ঘরোয়া ঘটনার বিষয়ে সিসিটিভি ইউনিটকে অনুরোধ করেছিলেন, যেখানে পুরুষ তার মহিলা সঙ্গীকে লাঞ্ছিত করেছিল। ডোমেস্টিক কমন অ্যাসল্টের জন্য পুরুষকে খুঁজে পাওয়া গেছে এবং গ্রেপ্তার করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষাঃ
— একটি ব্যস্ত স্ট্রিট মার্কেটে ছয় বছর বয়সী একটি ছেলে নিখোঁজ হলে সিসিটিভি টিমকে ফোন করা হয়। সিসিটিভি এলাকাটি স্ক্যান করেছে — রিপ্লেতে শিশুটিকে পাশের রাস্তায় যেতে দেখা যায়। পুলিশকে খবর দেয়া হয় এবং তারা শিশুটিকে খুঁজে বের করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।
— একটি পাব থেকে কল রিসিভ করা হয়। হাসপাতালের গাউন পরিহিত জনৈক ব্যক্তির আচরণ ছিল আক্রমণাত্মক। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশকে খবর দেওয়া হয়। ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘৃণামূলক অপরাধ মোকাবেলাঃ
— একটি হোস্টেলের রিপোর্টে সাড়া দেয়া হয়। একজন পুরুষ হোস্টেলের স্টাফ সদস্যদের সাথে বর্ণবাদী আচরণ করে। বর্ণনা দেওয়া হলে, সিসিটিভি এলাকাটি পর্যবেক্ষণ করে এবং একটি পার্কে সন্দেহভাজন ব্যক্তি হাঁটছে বলে শনাক্ত কেও। পুলিশকে খবর দেওয়া হয়। জাতিগতভাবে উত্তেজিত জনশৃঙ্খলা অপরাধের জন্য লোকটিকে গ্রেফতার করা হয়েছে।
— একজন ব্যক্তি একটি ক্যাফেতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বর্ণবাদী মন্তব্য করছে। সিসিটিভিতে সন্দেহভাজন ব্যক্তিকে পার্কের দিকে হেঁটে যেতে দেখা গেছে — পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। জাতিগতভাবে উত্তেজিত জনশৃঙ্খলা অপরাধের জন্য পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
গুরুতর সহিংসতা প্রতিরোধঃ
— একটি পার্কে মারামারির ঘটনা সম্পর্কে রিপোর্ট হলে, সিসিটিভিতে একটি গ্রুপ শনাক্ত করে পুলিশকে নির্দেশ দেয়া হয়। দলের দুই পুরুষ একটি আইটেম ফেলে দিয়ে পার্কের বাইরে চলে যায়। এই ফেলে দেওয়া আইটেমটি সম্পর্কে অফিসারদের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়। একটি ঝোপের ভিতর থেকে দুটি হাতুড়ি উদ্ধার করা হয়। একটি আক্রমণাত্মক অস্ত্র রাখার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়।
— সিসিটিভিতে একজন পুরুষকে ছুরি সহ দেখা গেছে, পুরুষ অন্য ব্যক্তিদের সাথে দেখা করেছে যারা রাস্তায় জড়ো হয়েছিল এবং মাদক সেবন শুরু করেছিল। পুলিশকে তাদের অবস্থানের নির্দেশ পাঠালে একটি আক্রমণাত্মক অস্ত্র এবং একটি সম্পর্কহীন পারিবারিক সহিংসতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এএসবি এবং অপরাধের অন্তর্নিহিত কারণ গুলি মোকাবেলা করাঃ
— বড় আকারের একটি গ্রুপ নাইট্রাস অক্সাইড গ্রহণকারী করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের অবহিত করা হয়। সিসিটিভিতে একটি গাড়িতে এক যুবক মাদক ও মদ্যপান করতে দেখা গেছে। সিসিটিভি টিম তথ্যটি পুলিশকে জানায়। বড় দলটি সরে যায় এবং মাদকের প্রভাব সত্বেও গাড়ি চালানোর জন্য গাড়িতে থাকা ব্যক্তিটিকে গ্রেপ্তার করা হয়।
— পুলিশ সন্দেহভাজনদের ধরতে ধাওয়া করলে সিসিটিভি টিম সন্দেহভাজন ব্যক্তিদের সনাক্ত করে এবং পুলিশ কর্মকর্তাদের লাইভ তথ্য সরবরাহ করে। সন্দেহভাজনরা বিভক্ত হয়ে যায় এবং সিসিটিভি একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি ফুলের পাত্রে কিছু লুকিয়ে থাকতে দেখে। পরে সেখানে প্রচুর পরিমাণে মাদক পাওয়া যায়। পুলিশকে খবর দিয়ে নির্দেশনা দেওয়া হয়। মাদক সরবরাহের উদ্দেশ্যে দখলে রাখার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।