টাওয়ার হ্যামলেটসের ওয়ার্ডের নাম পরিবর্তনের প্রস্তাব
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস বারার তিনটি ওয়ার্ডের নাম পরিবর্তনের বিবেচনা করার জন্য গণপরামর্শ বা কনসালটেশন কার্যক্রম শুরু হয়েছে।পরিবর্তিত নামগুলো সম্পর্কে যে প্রস্তাব করা হয়েছে,সেগুলো হলোঃ বেথনাল গ্রীন ওয়ার্ডের নাম হবে বেথনাল গ্রীন ইস্ট ওয়ার্ড, সেন্ট পিটার্স ওয়ার্ডের নাম পরিবর্তন হবে বেথনাল গ্রীন ওয়েস্ট ওয়ার্ড হিসেবে এবং ক্যানরি ওয়ার্ফ ওয়ার্ডের নাম প্রস্তাব করা হয়েছে মিলওয়াল ওয়ার্ড।
২০২০ সালের জানুয়ারি মাসে সম্পন্ন হওয়া কাউন্সিলের পোলিং প্লেস ও পোলিং ডিস্ট্রিক্ট পর্যালোচনার সময় পাওয়া মতামতের প্রতিক্রিয়া হিসেবে এই নাম পরিবর্তন বিষয়ক কনসালটেশন হচ্ছে।এ ব্যাপারে কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জনসাধারণের সাথে পরামর্শ করার আইনী বাধ্যবাধকতা রয়েছে।talk.towerhamlets.gov.uk/wardnames – এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার অভিমত জানাতে পারেন।যদি আপনার কম্পিউটার ব্যবহার কিংবা ওয়াই-ফাই সুবিধা না থাকে,তাহলে বো,ক্রিসপ স্ট্রিট অথবা হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে কম্পিউটার ব্যবহারের জন্য সময় বুক করতে পারেন। যদি এই অনলাইন সার্ভে পূরণ করতে আপনার কোনরূপ সহযোগিতার দরকার হয়, তাহলে ০২০ ৭৩৬০৮৭২ নাম্বারে কল করুন।এই ২০২১ সালের ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ৫টা পর্যন্ত এই জরিপটি চলবে ।