টাওয়ার হ্যামলেটসের পার্কগুলো নিয়ে গর্ববোধ করুন

নিউজডেস্ক
সত্যবাণী

টাওয়ারহ্যামলেট্সঃ পরিচ্ছন্ন বৃটেন গড়ে তুলতে ‘কীপ বৃটেন টাইডি’ নামের দাতব্য সংস্থা দেশব্যাপি পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে,যা চলবে ২৭ সেপ্টেম্বর রোববার পর্যন্ত। নির্ধারিত বিন্গুলোতে আবর্জনা ফেলে অথবা বিন্গুলো যদি পূর্ণ থাকে,তাহলে আবর্জনাগুলো সাথে করে ঘরে নিয়ে যাওয়ার মাধ্যমে টাওয়ার হ্যামলেটস বরার ১২০টিরও বেশি পার্ক ও উন্মুক্ত স্থানগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বারার বাসিন্দা ও পার্কে বেড়াতে যাওয়া লোকজনকে অনুরোধ জানানো হচ্ছে।

ভিক্টোরিয়া পার্ক ফ্রেন্ডস এর স্বেচ্ছাসেবীরা এই অভিযানকে সমর্থন করছেন এবং কাউন্সিলের সহযোগিতায় গত রোববার ভিক্টোরিয়া পার্ক এর দ্যা হাব এ সামাজিক দূরত্ব বজায় রেখেই আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালনা করেন।পুরো গ্রীষ্মকাল জুড়েই ৯০ জন স্বেচ্ছাসেবী ও স্টাফ ভিক্টোরিয়া পার্ককে পরিচ্ছন্ন রাখতে ৯ হাজার ১৮০ ঘন্টা ব্যয় করেন।আপনার নিজের পার্কগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আপনার নাগরিক দায়িত্বটুকু পালন করুন এবং আপনার সহযোগিতা করতে আমাদের সাহায্য করুন।কীপ বৃটেন টাইডি’ এর সেপ্টেম্বর মাস ব্যাপি পরিচ্ছন্ন অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে এবং তাদের কার্যক্রমে অংশ নিতে চাইলে www.keepbritaintidy.org – এই ওয়েবসাইট ভিজিট করুন।

You might also like