টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য নতুন ফোনলাইন চালু
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস বারার যেসকল বাসিন্দা খুবই ভালনারেবল বা অসহায় এবং করোনাভাইরাসের কারণে কভিড-১৯ রোগে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন,তাদেরকে সহায়তা দেয়ার জন্য কাউন্সিল নতুন নতুন ফোনলাইন স্থাপন করেছে।কারো কোন জরুরী প্রয়োজনীয়তা দেখা দিলে, তা সাথে সাথে কাউন্সিলকে জানানোর জন্য টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, তাদের পরিবার বা তাদের কেয়ারারদের জন্য এই নাম্বারটি খোলা হয়েছে।এই লাইনে ফোন করে সামাজিক বিচ্ছিন্নতা সম্পর্কে যে কোন উদ্বেগ,উৎকন্ঠা নিয়ে কথা বলা যাবে; আরো খাবারদাবার সরবরাহ,ওষুধপত্র পাওয় কিংবা ঋণ,দায় নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি নিয়েও কথা বলা যাবে।নতুন ফোনলাইন নাম্বার হচ্ছে: ০২০৭ ৩৬৪ ৩০৩০। প্রয়োজনীয় সকল তথ্য জানতে কাউন্সিলের ওয়েবসাইটা (www.towerhamlets.gov.uk) ভিজিট করতে বলা হয়েছে।