টাওয়ার হ্যামলেটসের হেল্পলাইন চালু রয়েছে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস বারার দুর্বল ও অসহায় বাসিন্দাদের জন্য এবং কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে সহায়তা করতে কাউন্সিলের একটি নির্দিষ্ট ফোনলাইন রয়েছে।বর্তমান এই কঠিন সময়ে কোন জরুরী প্রয়োজন বা সহায়তার দরকার হলে বারার অসহায় বাসিন্দারা নিজে কিংবা তাদের পরিবার অথবা কেয়ারাররা ২০২ ৭৩৬৪ ৩০৩০ নাম্বারে কল করে সাহায্য চাইতে পারেন।সোমবার থেকে শুক্রবার (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) কল করা যাবে।ক্লিনিক্যালি অর্থাৎ শারিরীকভাবে অতিশয় দুর্বল বাসিন্দাদের জন্য আপডেটেড পরামর্শ:

আগে থেকেই বিদ্যমান অসুস্থ্যতা অর্থাৎ স্বাস্থ্যগত সমস্যার কারণে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়রার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন, তাদেরকে আগের বার সরকারের পক্ষ থেকে সেল্ফÑআইসোলেট অর্থাৎ স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পরামর্শ দেয়া হয়েছিলো। এই শিল্ডিং প্রোগ্রামটি এখন স্থগিত রয়েছে এবং সেই সকল লোকজনকে বর্তমানে শিল্ডিং (সর্বোচ্চ সুরক্ষিত অবস্থায় থাকা) এ থাকার পরামর্শ দেওয়া না হলেও হালনাগাদকৃত পরামর্শগুলো মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

যদি আপনি ক্লিনিক্যালি বা চিকিৎসাগতভাবে অত্যন্ত দুর্বল ক্যাটাগরিতে থাকেন, তাহলে নিচে উল্লেখিত পরামর্শগুলো সহ সরকারের কাছ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পাবেন:

ঘরে থেকে কাজ করতে না পারলেও কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকুন। সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি আপনাকে বিধিবদ্ধ সিক পে (অসুস্থ্যকালীন বেতন/ভাতা) এবং এম্পলয়মেন্ট সাপোর্ট এলাউন্স (কর্মস্থান বিষয়ক সহায়তা ভাতা) লাভের যোগ্য হিসেবে বিবেচিত করবে।
ফার্মেসি অথবা দোকানপাঠে যাওয়া থেকে বিরত থাকুন এবং শুধুমাত্র অত্যাবশকীয় প্রয়োজনে ভ্রমণ করুন।
আপনার ডাক্তার বারণ না করলে আপনি হাসপাতাল এবং জিপি এপয়েন্টমেন্টগুলোতে যেতে পারেন।
ওষুধপত্রের ডেলিভারীর দরকার হলে অনুগ্রহ কর আপনার নিকটবর্তী ফার্মেসীর সাথে যোগাযোগ করুন, তারা ওষুধ পৌঁছে দেয়ার ব্যবস্থা করবে।খাদ্য সামগ্রীর ডেলিভারী বা সরবরাহ পেতে চাইলে, দয়া করে এনএইচএস ভলান্টিয়ারদের সাথে অথবা ০২০ ৭৩৬৪ ৩০৩০ নাম্বারে কল করে কাউন্সিলের সাথে যোগাযোগ করুন।

You might also like