টাওয়ার হ্যামলেটসের ২ লাখ বাসিন্দা নিয়েছেন টিকার প্রথম ডোজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের ২ লাখ বাসিন্দা কোভিড-১৯ ভ্যাকসিন বা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। কাউন্সিল এবং এর স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের জন্য এটি একটি নতুন মাইলফলক।বারার তরুণ জনগোষ্টির সাথে সম্পৃক্ত হওয়ার প্রচেষ্টা বাড়াতে কাউন্সিলের সর্বাত্মক প্রয়াসের ফসল হচ্ছে এই মাইলফলক অর্জন। বারার তরুণ জনগোষ্টি এবং গড় বয়স ৩১ হওয়ার কারণে টাওয়ার হ্যামলেটস এবং স্থানীয় ভ্যাকসিনেশন বা টিকাকরণ কর্মসূচির জন্য সময়টা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ল্যাংডন পার্কে আয়োজিত সামার ভ্যাকসিন ফেস্টিভ্যালে কাউন্সিল, বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট ও স্থানীয় হেলথ পার্টনাররা প্রায় ৫০০ বাসিন্দাকে টিকা দিয়েছে। এই টিকা উৎসবে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া হয় এবং ২৮ থেকে ৩০ বছর বয়সীদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় লাইভ মিউজিক, এবং টিকা নেয়ার পর দেয়া হয় বিনামূল্যে খাবারের ভাউচার।পপ-আপ ক্লিনিকস্ এবং ভ্যাকসিন অনুষ্ঠানাদি ছাড়াও বাসিন্দারা বারার বিভিন্ন ফার্মেসী, ক্যাবল স্ট্রিট জিপি সার্জারি ও মাইল এন্ডের আর্টস প্যাভিলিয়নে টিকা দেয়ার জন্য সহজেই নাম নিবন্ধন করতে পারছেন। এছাড়া অধিকাংশ টিকা কেন্দ্রেই রয়েছে ওয়াক-ইন্ স্লট এবং কোনরূপ আইডি বা ডকুমেন্টের প্রয়োজনীয়তা ছাড়াই টিকা নেয়ার সুযোগ।

টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এ প্রসঙ্গে বলেন, ২ শ’ হাজার বাসিন্দাকে টিকাকরণের মাইলফলক একটি অবিশ্বাস্য অর্জন। যেসকল বাসিন্দা তাদের টিকা নিতে এগিয়ে এসেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা হচ্ছি একটি তরুণ বারা, অর্থাৎ আমাদের মোট জনসংখ্যার একটা বিরাট অংশ হচ্ছে তরুণ বয়সী, তাই টিকা লাভের যোগ্য প্রতিটি বাসিন্দাকে টিকাকরণ নিশ্চিত করতে আরো অনেক কাজ করতে হবে। যাহোক, স্বাস্থ্য খাতের সকল অংশিদার এবং সর্বস্তরের ভলান্টিয়ারদের কঠোর ও নিবেদিত পরিশ্রমের ফলেই ২ লাখ মানুষকে টিকাকরণ সম্পন্নের মতো অর্জন সম্ভব হয়েছে।তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলো লন্ডন সহ গোটা ব্রিটেনেই কোভিড-১৯ এর সংক্রমণ হার ফের বাড়তে থাকার প্রেক্ষিতে টিকা পাওয়ার উপযোগী প্রতিটি নাগরিকেরই উচিত বিনামূল্যে পাওয়া এই টিকা গ্রহণ করা। টিকাকরণ এবং লক্ষণ না থাকলেও নিয়মিত টেস্টিং হচ্ছে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর হাতিয়ার।

তরুণ বয়সীদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল টিকা করণে ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা সরাতে তরুণদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে। এরমধ্যে রয়েছে, নতুন শিক্ষাবর্ষে ইউনিভার্সিটিগুলোতে ভ্যাকসিন ক্লিনিক পরিচালনা করা, টেলিফোন কলের পরিবর্তে অনলাইনে ভ্যাকসিন এপয়েন্টমেন্ট বুক করার সুযোগ সৃষ্টি, এবং টিকা নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে এমন যে কোন উদ্বেগ বা বাধাগুলো চিহ্নিত করতে স্থানীয় অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ এবং ইয়ুথ সার্ভিস প্রদানকারী ও ইয়ুথ কাউন্সিলের সাথে মিটিং করা।ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডাল্টস হেলথ এন্ড ওয়েলবিয়িং, কাউন্সিলর র‌্যাচেল ব্লেইক বলেন, ২ লাখের মাইলফলক একটি অসাধারণ অর্জন। যদিও আমরা এখনো লকডাউন থেকে বের হয়ে আসার রোডম্যাপের চতুর্থ পর্যায়ে রয়েছি, তাই আত্মতৃপ্ত হওয়ার সময় এটি নয়। আমরা জানি এখনো অনেক বাসিন্দা রয়েছেন, যারা টিকা লাভের যোগ্য হওয়া সত্বেও তাদের টিকাকরণ হয়নি।

উল্লেখ্য, কাউন্সিল এবং এনএইচএস যৌথভাবে #আইহেডমাইজাব শীর্ষক হ্যাশট্যাগ ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। এই প্রচারণায় লোকজনকে টিকা নেয়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করার মাধ্যমে তাদের টিকাকরণের কাহিনী তুলে ধরতে উদ্বুদ্ধ করা হয়।টাওয়ার হ্যামলেটসে টিকাকেন্দ্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.towerhamlets.gov.uk/vaccine – এই ওয়েবসাইটে।

You might also like