টাওয়ার হ্যামলেটসে আরো টেস্ট সেন্টার খোলা হচ্ছে – এখনই টেস্ট করুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ কোভিড-১৯ বিধি নিষেধ সমূহ একে একে তুলে নেয়া হচ্ছে। জীবন যাপনে স্বাভাবিকতা অনেকটাই ফিরে আসছে। এরপরও কারো মধ্যে কোনরূপ উপসর্গ থাকুক বা না থাকুক, টেস্টিং বা পরীক্ষা করার গুরুত্ব অপরিসীম।নিয়মিত টেস্ট করা হলে কোভিড-১৯ এ আক্রান্তকে চিহ্নিত করা এবং এর সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব। কারণ, কেউ যদি জানতে পারেন যে, তিনি পজিটিভ তাহলে তিনি আইসোলেটে থাকতে পারেন। কোভিড-১৯ এ আক্রান্ত ৩ জনের মধ্যে ১ জনেরই কোন সিম্পটম বা লক্ষণ থাকেনা, তাই নিজের অজান্তেই তারা ভাইরাস ছড়াতে ভূমিকা রাখেন।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেস্টিং বা পরীক্ষাকরণ প্রত্যেককে রাখবে সুরক্ষিত। এজন্যই বারায় টেস্টিং সাইটের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে রয়েছে আরো অনেকগুলো ওয়াক-ইন্ সাইটস্ এবং কালেকশন পয়েন্ট যেখান থেকে লোকজন টেস্টিং কিট সংগ্রহ করতে পারন এবং ঘরে বসেই টেস্ট করতে পারেন।লকডাউন থেকে বের হয়ে আসার চলমান প্রক্রিয়ার সাথে সাথে আমাদেরও ভূমিকা রাখা উচিত এবং নিয়মিত টেস্ট করা দরকার। আপনার নিকটতম পরীক্ষা কেন্দ্র বা কালেকশন পয়েন্টটি কোথায় জানতে কাউন্সিলের ওয়েবসাইটে www.towerhalets.gov.uk/ গিয়ে করোনাভাইরাস সেকশন ভিজিট করুন।

You might also like