টাওয়ার হ্যামলেটসে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা প্রকাশ 

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্থানিয়ভাবে নিয়ন্ত্রণ করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্ম পরিকল্পনা ‘টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখুন’ (কীপ টাওয়ার হ্যামলেটস সেফ) গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে।বরায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কাউন্সিল কীভাবে তাঁর সকল অংশীদারের সাথে কাজ করবে, তার বিশদ পরিকল্পনা এতে তুলে ধরা হয়েছে।

প্রাদুর্ভাব রোধের ক্ষেত্রে কার্যকর টেস্ট এন্ড কন্টাক্ট ট্রেসিং (পরীক্ষা ও যোগাযোগ সনাক্তকরণ) খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে জাতীয়ভিত্তিক এনএইচএস টেস্ট এন্ড ট্রেস প্রোগ্রামকে প্রোমট করা। যদি কারো মধ্যে করোনাভাইরাসের সিম্পটম বা লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং এনএইচএস টেস্ট এন্ড ট্রেস এর মাধ্যমে দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা করুন।১১৯ নাম্বারে কল করার মাধ্যমে অথবা অনলাইনে আপনি টেস্ট বুক করতে পারবেন।আরো বিস্তারিত জানতে কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছ।

You might also like